Main Menu

নবীনগরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

+100%-

প্রেস রিলিজ :গত ০১/০৩/১৭ তারিখ রাত্র অনুমান-০৭:৩০ ঘটিকার সময় ১৫/১৬ জনের একদল ডাকাত নবীনগর থানাধীন জগন্নাথপুর গ্রামের জৈনক সেন্টু মিয়া প্রঃ সেন্টু মেম্বার (৬০) পিতা-মৃত চাঁন মিয়ার বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকার জনগন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সেন্টু মিয়ার বাড়ীতে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতরা পলায়নের সময় দুইজন ডাকাতকে জনগন হাতে নাতে ধরে গণপিটুনী দেয়। জনগনের গণপিটুনীতে ডাকাতরা মারাত্মক জখম প্রাপ্ত হয়। সংবাদ পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে অবগত হয়। আহত ডাকাতদের দ্রুত নবীনগর হাসপাতালে প্রেরন করে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ডাকাতদের মৃত ঘোষনা করেন। পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি লাল রংয়ের পালসার মোটর সাইকেল ও ০২ টি দা, ০২ টি কিরিচ, ০৪ টি লোহার রড ও ০২ টি লোহার তৈরী শাবল ঘটনাস্থল হইতে উদ্ধারপূর্বক জব্দ করেন। পরবর্তীতে স্থানীয় উপস্থিত লোকজনের মাধ্যমে জানা যায়, মৃত একজন ডাকাতের নাম খন্দকার এনামুল হক প্রঃ আব্দুল হক প্রঃ হইক্কা ডাকাত (৪২) পিতা-মৃত খন্দকার আবু তাহের, সাং-রসুল্লাবাদ অপর ডাকাত এর নাম ইয়াছিন মিয়া (৪১) পিতা-মৃত জারু মিয়া, সাং-কাজলিয়া, শিবপুর, উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

এই সংক্রান্তে সেন্টু মিয়া প্রঃ সেন্টু মেম্বার এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীনগর থানার মামলা নং-০১, তাং-০১/০৩/১৭ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। এলাকায় পুলিশী প্রহরা অব্যাহত আছে।






Shares