Main Menu

নবীনগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে সরকারি খাল ভরাটের হাত থেকে রক্ষা 

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিন সরকের পাসে বিএস ৩১০৮ দাগের সরকারি খাল জোরপূর্বক ভরাট করার সময় সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা জাহানের হস্তক্ষেপে ভরাটের হাত থেকে রক্ষা পেল খালটি।
রবিবার সকালে সরজমিনে গিয়ে খাল ভরাটে বাঁধা প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা জাহান।
খালটির সাথের ফসলি জমির মালিক মো. রাজিবুল ইসলাম সহ স্থানীয়রা জানান, উক্ত সরকারি খালে সাথে বিএস ৩১০৯ দাগের ভূমির মালিক আমেরিকান প্রবাসী মো. রিপন লাঠিয়াল বাহিনি দিয়ে জোরপূর্বক এই খালটি ভরাট করতে গেলে আমরা এসিল্যান্ডকে এ বিষয়ে অবগত করি। এসিল্যান্ড সকালে সরকারি লোক পাঠিয়ে এই অবৈধ ভরাট বন্ধ করে খালটিকে রক্ষা করে। এই খালটি ভরাট হলে এলাকার কৃষি জমির পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
খাল ভরাটে অভিযোক্ত আমেরিকান প্রবাসী মো. রিপন বর্তমানে প্রবাসে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান বলেন, সরকারি খাল ভরাট করা দন্ডনিয় অপরাধ। সকালে সরজমিনে লোক পাঠিয়ে ভরা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।





Shares