Main Menu

‘আগামী ২ বছরের মধ্যেই বাংলাদেশ সীমান্ত সিল করে দেব’

+100%-

bor২৪ ডিজিটাল ডেস্ক:৬০টি আসন পেয়ে অসমে একক শক্তি হিসেবে উত্থান ঘটেছে বিজেপি-র। সীমান্ত অনুপ্রবেশ রোখাকেই প্রচারের মূল ইস্যু করে সাফল্য পেয়েই অসম-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনওয়াল। শনিবার সর্বানন্দ শোনওয়াল বলে দিলেন, ‘আগামী ২ বছরের মধ্যেই সিল করে দেওয়া হবে অসম-বাংলাদেশ সীমান্ত।’

অসমে বিজেপি ভোটের প্রচারে মূলত দুটি বিষয়কে জোর দেয়। এক, অনুপ্রবেশ রোখা ও দুই, ন্য়াশনাল রেজিস্টার অফ সিটিজেনস (NRC)। বিজেপি-র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে ও অসমের প্রত্যেক নাগরিককে NRC নথিভূক্ত করা হবে।

52379536.cmsসেই প্রতিশ্রুতি মতো এদিন সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্‍‌কারে বিজেপি নেতা তথা অসমের ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনওয়াল বলেন, ‘আমরা আগে প্রতিশ্রুতি পালন করব। মানুষ আমাদের বিশ্বাস করে সরকারে এনেছে। আগামী ২ বছরের মধ্যেই অসম-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হবে। যাতে কোনও রকম বাংলাদেশি অনুপ্রবেশ না ঘটতে পারে। NRC-র প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শেষ করা হবে।’

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্ত মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে ২৬৩ কিমি পড়ে অসমে।






Shares