Main Menu

আখাউড়ায় আ’লীগ ও বিএনপি সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত

+100%-

প্রতিনিধি ঃ আখাউড়ায় আ’লীগ ও বিএনপি সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। সকালে হরতালের সমর্থনে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা কয়েকদফা মিছিল শেষে বিএনপি দলীয় কার্য্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামীলীগ হরতাল বিরোধী মিছিল নিয়ে বিএনপি কার্য্যালয়ের কাছাকাছি এলে দু’পরে মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা

ঘটে। এতে উভয়পরে কমপক্ষে ১০ জন আহত হয়। তবে এসময় পুলিশকে নিরব ভূমিকায় দেখা গেছে।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে ও যানবাহন চলাচল শুরু করে। স্থলবন্দরের রপ্তানি কার্য্যক্রমও স্বাভাবিক ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আখাউড়া থেকে সকল রুটের ডেমু সার্ভিস বন্ধ রাখা হয়।


Shares