Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: মাছ সহ সিএজি আটক।সাত আসামী গ্রেফতার

+100%-

fishপ্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৭ নভেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ চন্ডিদার এবং গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কর্মমঠ নামক স্থানে ভোর ০৪:০০ হতে ০৫:০০ ঘটিকা পর্যন্ত দু’টি পৃথক অভিযান পরিচালনা করে সাতজন আসামীসহ ০৩ টি সিএনজি এবং বাংলাদেশী বিভিন্ন প্রকারের মাছ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা- (এক) মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা-মোঃ মোসলেম মিয়া, গ্রাম- উজানীশ্বার, ডাকঘর ঃ ঘাটিয়ারা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া, (দুই) মোঃ ইসমাইল মিয়া (২৫), পিতা-মোঃ খোরশেদ মিয়া, গ্রাম- ওমারাতপুর, ডাকঘর- গংগাসাগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, (তিন) মোঃ হাবিব মিয়া (২৪), পিতা- মোঃ জলিল মিয়া, গ্রাম- শিবনগর, ডাকঘর- কর্ণেলবাজার, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, (চার) মোঃ আল আমিন (২৮), পিতা- মৃত বাছির মিয়া, গ্রাম- নয়াদিল, ডাকঘর- গংগাসাগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া (পাঁচ) মোঃ আলাল মিয়া (৩০), পিতা- মোঃ মানিক মিয়া, গ্রাম- ধরখার, ডাকঘর- ছতুরাশরীফ, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, (ছয়) মোঃ মহসীন মিয়া (২৮), পিতা- মৃত আবু তাহের, গ্রাম- বাটা মাথা, ডাকঘর-ছতুরাশরীফ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং (সাত) মোঃ জামির হোসেন (২২), পিতা- জলথুই মিয়া, গ্রাম- ঘাগুটিয়া, ডাকঘর-কর্মমট, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

ধৃত মাছগুলি কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রয় করে বিক্রয়লব্দ ৯৪,০০০/- টাকা শুল্ক অফিসে জমা পূর্বক সিএনজিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আখাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি। সিএনজিসহ আটকৃত মাছের আনুমানিক মূল্য ১৫,৯৪,০০/- (পনের লক্ষ চুরানব্বই হাজার) টাকা।






Shares