Main Menu

ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় হাওড়ার বাঁধ ভেঙ্গে সীমান্তবর্তী ১২ গ্রাম প্লাবিত

+100%-

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঢলের পানিতে তলিয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার হাওড়া নদী এবং স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খালটি দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শহগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান উজান থেকে নেমে আসা ঢলে ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।






Shares