Main Menu

নানা আয়োজনে আখাউড়া মুক্ত দিবস পালিত (ভিডিও)

+100%-

asdfsdf
জুনট বণিক :: ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গণ ও পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া হানাদার মুক্ত হয়। মুক্তযুদ্ধ চলাকালীন সময়ে পূর্বাঞ্চলীয় প্রধান জহুর আহাম্মদ চৌধুরী আখাউড়া পৌরশহরের প্রাণ কেন্দ্রে সড়ক বাজারে ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তেলন করেন। আখাউড়ার মাটিতে বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়ে ছিলেন শহীদ সিপাহী বীর শ্রেষ্ঠ কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া শাখা বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। সকালে স্মৃতি সৌধে মাল্য দানের মধ্যদিয়ে দিনের কর্মসূচীর শুরু হয়। পরে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে স্বাধিনতার স্মৃতিবিজাড়িত পৌরশহরের ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদ ভ’ইয়া। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 






Shares