Main Menu

আখাউড়ায় হিন্দু বাড়িতে আগুন

+100%-

kkডেস্ক ২৪ঃঃনাসিরনগর উপজেলা সদরের পর এবার আখাউড়ায় এক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরে থাকা লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. রেজাউল ইসলাম ভূইয়া জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে কে বা কারা নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়ির একটি দোকান ঘরে আগুন দেয়। এতে ওই ঘরে থাকা মুদি দোকানের মালামাল ও গৃহস্থালির কাজে ব্যবহূত সব জিনিসপত্র পুড়ে যায়। নীপেন্দ্র তার স্ত্রী মনিকা ভোমিককে নিয়ে পুড়ে যাওয়া ঘরের পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অগ্নিসংযোগের খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক হিরালাল সাহা, সদস্য সচিব বিধান চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক সেলিম ভূইয়া জানান, স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাত্ক্ষণিকভাবে এক বান্ডিল টিন সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।






Shares