Main Menu

আখাউড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে লাখ টাকার মালামাল চুরি।

+100%-
গত শনিবার গভীর  রাতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে চুরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আহামেদ শাহ আল-জাবের এর সাথে মোবাইলে জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন,শনিবার গভীর রাতে চোরেরা পল্লী বিদ্যুত ভবনের পিছন দিয়ে ২য় তলায় উঠে।তারপর জানালার গ্রিল ভেংগে তার  অফিস কহ্মে প্রবেশ করে অফিসের সিসি ক্যামেরা, কম্পিউটারের সিপিও, মডেম, মনিটর সহ আরো অনেক দামী মালামাল চুরি করে নিয়ে যায়।সকালে অফিস খোলার পর দেখা গেল তার  কহ্মের দরজা ভিতর থেকে লক করা।তারপর দরজার লক ভেংগে ভিতরে প্রবেশ করে এমন আলামত দেখতে পান।
 তিনি আরো বলেন,  এমন চুরির ঘটনা ভাবা যায় না। অফিসে রক্ষিত সি.সি ক্যামেরাসহ কম্পিউটার চুরি হয়ে যাওয়ায় এখন সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।           এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।          রাতে অফিসে পাহারাদার দায়িত্ব পালন করলেও চুরির বিষয়টি টের পায়নি পাহারাদার। পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এতো বড় চুরি হয়েছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।





Shares