Main Menu

আবহমান কাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বন্ধন রয়েছে-মোকতাদির চৌধুরী এম.পি

+100%-

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট ॥ প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, আবহমান কাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বন্ধন রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করছি। তিনি গত রবিবার রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালী পাড়া) বুদ্ধিকান্ত চৌধুরীর বাড়ির দূর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারকবহ্ম মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের লোকজন নির্বিঘেœ তাদের ধর্মকর্ম পালন করছেন। তিনি বলেন, যে কোন প্রকারে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, একটি গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। ওই গোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। পরে মোকতাদির চৌধুরী এম.পি উৎসবের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী সহ দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।






Shares