Main Menu

আলী আকবর মজুমদারের ইন্তেকাল

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব,বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম , মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, টিআইবি ও সনাক সদস্য, জেলা নাগরিক কমিটির উপদেস্টা ও ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এবং ব্রাহ্মণবাড়িয়া ক্যাবল ভিশনের পরিচালক আলী আসিফ গালিবের পিতা আলী আকবর মজুমদার মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে— রাজেউন) । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর । গতকাল মঙ্গলবার রাতে প্রয়াত ভাষা সৈনিক জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সামাদ এর শোক সভায় যোগ দিয়ে মৌলভীপাড়ায় বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন পরে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ২৬ নভেম্বর বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা জাতীয় বীর আব্দুল কুদ্দুস পৌর মুক্ত মঞ্চ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ শেরপুর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। উক্ত নামাজে জানাজায় সকলকে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। উনার মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।






Shares