Main Menu

দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল শুরু, কয়েক কিলোমিটার দীর্ঘ যানযট

+100%-

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাতবর্গ এলাকায় তেলবোঝাই একটি ট্যাংক লরিতে আগুন লেগে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের যান চলাচল শুরু হয়েছে। এর ফলে মহাসড়ক প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানযটের সৃৃষ্টি হয়েছে। এর আগে বেলা ১১ দিকে মহাসড়ক সংলগ্ন একটি ইট ভাটায় তেল দিয়ে মহাসড়কে উঠার সময় কালভার্ট ভেঙ্গে পড়ে তেলের ট্যাংকটি লিকেজ হয়ে গিয়ে আগুন ধরে যায়। Brahmanbaria Pic _11-1-16 (3) খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ও দুর্ঘটনাকবলিত লরিটিকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রায় দু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহীনি। এ ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধার কাজের সুবিধার্থে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রাখার ফলে মহাসড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
#






Shares