Main Menu

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মৃত ১ নিখোঁজ ৬

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মরদেহ বর্তমানে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ট্রলারের ৬ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্য যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল (৩০) এবং তার স্ত্রী ও দুই সন্তান।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলওয়ের দুই সেতু সংলগ্ন এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কে এম মনিরুজ্জামান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারে প্রায় ১৫-১৬ জন ছিলেন। তারা চরসোনারমপুর এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে। পথে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে নৌ-পুলিশের সদস্য ও স্থানীয়রা মিলে ৮-১০ জনকে উদ্ধার করে। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মরদেহও উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 






Shares