Main Menu

আশুগন্জ থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ

+100%-

নিজস্ব সংবাদদাতা : আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নব নির্মিত একটি ইউনিট থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। জ্বালানী সাশ্রয়ী ইউনাইটেড মডিউলার পাওয়ার প্লান্টের এ ইউনিট থেকে দীর্ঘ দু’মাস যাবত পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদনের পর গতকাল সকাল থেকে বাণিজ্যিক ভাবে এটি উৎপাদনে আসে। নতুন এ ইউনিটটি চালু হওয়ায় দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নতুন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে প্রায় ১৪শ ২৮ কোটি টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। ইউনাইটেড পাওয়ার লিমিটেডের সিইও রিয়ার এডমিরাল বজলুর রহমান জানান, ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও এটি থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রেটির ২০টি গ্যাস ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পরিবেশ বান্ধব ও জ্বালানী সাশ্রয়ী এ কেন্দ্রটিতে ৪০ এমসিএফডি গ্যাস প্রয়োজন পড়ে। তবে বিদ্যুৎ কেন্দ্রেটি মডিউলার পাওয়ার প্লান্টের মধ্যে দেশে এই প্রথম বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিন থেকে নির্গত ওয়েস্ট হিটকে প্রক্রিয়া করে জ্বালানী ছাড়াই অতিরিক্ত ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এতে করে এ বিদ্যুৎ কেন্দ্রেটির ইঞ্জিন থেকে নির্গত গরম হাওয়া পরিবেশের কোন ক্ষতি করবে না এবং জ্বালানীও সাশ্রয়ী হবে। উল্লেখ্য, এর আগে গত মাসের প্রথম সপ্তাহে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ১৫৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলের আরও একটি বিদ্যুৎ ইউনিট বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে আসে। বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিট থেকে ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।






Shares