Main Menu

কার্গো শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সাথে সংঘর্ষের জের, জাহাজ থেকে সার খালাস বন্ধ॥ আহত ৫

+100%-


কার্গো শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সাথে সংঘর্ষের জের ধরে জাহাজ থেকে আজ শুক্রবার দুপুর থেকে  বিদেশ থেকে আমদানী করা সার আশুগঞ্জ সার কারখানায় সরবরাহ অনিদিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সার খালাশ বন্ধ থাকায় সৌদিআরব, কাতার ও চীন থেকে আমদানী করা ২ হাজার মেট্রিকটন ইউরিয়া সার নিয়ে আসা কার্গো জাহাজ কারখানা ঘাটে বসে রয়েছে। আর বেকার বসে আছে সার খালাসের সাথে জড়িত থাকা ৬ শতাধিক লোডিং শ্রমিক।
আশুগঞ্জ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, বিদেশ থেকে আমদানি করা সার নিয়ে আশুগঞ্জ সার কারখানা ঘাটে আসা কার্গো থেকে বস্তায় সার প্যাকিং করে ট্রাকে কারখানায় সরবরাহ করা হয়। কিন্তু আজ শুক্রবার দুপুরে ট্রাক শ্রমিকরা ও কার্গো জাহাজের শ্রমিকরা ট্রাকে সারের বস্তা সংখ্যায় গড়মিল নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার বিচারের দাবিতে নৌ-যান শ্রমিকরা কার্গো জাহাজ থেকে সার খালাস বন্ধ রেখেছে।






Shares