Main Menu

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

+100%-

নিজস্ব প্রতিনিধি :: এ্যামোনিয়া প্লান্টের রিফরমার টিউব লিকেজের কারণে আজ রবিবার সকাল ১১ টায় ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার ১লক্ষ ৪০ হাজার মেট্রিক টন লক্ষ মাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি। আজ  রবিবার সকাল পর্যন্ত ৯৯হাজার ১শ ১১মেট্রিকটন ইউরিয়া উৎপাদন করে।
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খাইয়ুম জানান, সকাল ১১ টার দিকে কারখানার এ্যামোনিয়া প্লান্টের রিফরমার টিউব লিকেজ দেখা দেয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে ক্রটি মেরামতের জন্য ইতি মধ্যেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। কারখানার উৎপাদন শুরু হতে আগামী ১০দিন সময় লাগবে। কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই।

-সঞ্জয়






Shares