Main Menu

নাসিরনগরের সাংবাদিক মোঃ আব্দুল হান্নানকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা ফাঁসানোর পরিকল্পনা ফাঁস

+100%-

ষ্টাফ রিপোর্টিারঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার প্রখ্যাত,ক্ষুরধার ও বস্তুনিষ্ট সত্য সাংবাদিক মোঃ আব্দুল হান্নান কে জেলে বসে খুন, গুম, অপহরণ ও যে কোন বড় ধরনের সড়যন্ত্রমুলক মিথ্যা মামলা ফাঁসানোর তথ্য ফাঁস হয়ে গেছে। জানা গেছে আশুরাইল গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত মোঃ লালন শাহ ও তার ৫/৬ জন সহযোগির সহযোগিতায় ব্রাক্ষনবাড়িয়া জেলা কারাগারে বসে সাংবাদিক মোঃ আব্দুল হান্নানকে খুন,গুম অপহরণ সহ যে কোন বড় রকমের ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় ফাঁসানোর  পরিকল্পনা করে। জানা গেছে লালনশাহ দুই তিনটি ডাকাতি ও ছিনতাই মামলা বর্তমানে ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারের জেল হাজতে  রয়েছে। এলাকার স্থানীয় এক প্রভাবশালী নেতার ইন্ধনে ও স্থানীয় ৫/৬ জন তালিকাভুক্ত চোর ডাকাতের সাথে গোপনে পরামর্শ করে তারা এ সিদ্বান্ত নেয় বলে জানা গেছে।

সাংবাদিক মোঃ আব্দুল হান্নান দীর্ঘ প্রায় ১৪ বছর যাবৎ বিভিন্ন স্থানীয়,জাতীয়,দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকায় কাজ করে আসছে। তিনি বর্তমানে বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসির নগর উপজেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সাংবাদিক মোঃ আব্দুল হান্নান প্রায় দীর্ঘ ১৪ বৎসর ন্যায় নীতির মধ্যে থেকে নানা অন্যায় অনিয়ম,দুর্নীতির সংবাদ,বিভিন্ন পত্রপত্রিকায় লিখে জনসম্মুর্খে প্রকাশ করে আসছেন। তার বস্তুনিষ্ট  সত্য লেখা প্রকাশের কারণে জনসম্মুর্খে  অপরাধীদের মুখোশ উন্মুচন হয়ে গেছে। তারা এই সমস্ত কারনে জেদের বর্শীভূত হয়ে সাংবাদিক মোঃ আব্দুল হান্নানকে খুন, গুম, অপরহরণসহ যেকোন বড় ধরণের ষড়যন্ত্রমুলকমিথ্যা মামলা ফাঁসানোর ফন্দিফিকির করছে। কিছুদিন পূর্বে সমস্তপরিকল্পনা কারীরা মিলে আনন্দপুর গ্রামের দুলালের স্ত্রী পাখি বেগমকে দিয়ে নাসিরনগর থানায় সাংবাদিকসহ তার তিন ছোট ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ দাখিল করে। পরে উপজেলা চেয়াম্যানের চাপে পড়ে থানা কর্র্তৃপক্ষ সাংবাদিকের ছোট ভাইয়ের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে দিতে বাধ্য হয়। জরিমানার টাকা বাদীনিকে দিয়ে থানা থেকে নিয়ে ৫ জনে বন্টন করে নেয়। ১৭ মে লালনকে জেল হাজতে দেখতে গেলে সে তার স্ত্রী,আশুরাইল গ্রামের মৃতঃ মোঃ আরিজ মিয়ার ছেরে মোঃ ওয়ারিশ মিয়া,মৃত মাহবুবুর রহমানের ছেলে মোঃ মনির হোসেনের সামনে সাংবাদিকের কাছে এ সমস্ত পরিকল্পনার কথা স্বীকার করে। তাছাড়াও লালনের সাথে জেলে থাকা ছাড়া পাওয়া এক ব্যক্তির কাছেও লালন সমস্ত পরিকল্পনার কথা জানায়। তাদের এ সমস্ত পরিকল্পনার কথা শুনে সাংবাদিকসহ তার পরিবারের লোকজন চরম উদ্ধেগ, উৎকন্ঠা ও আতংকের মাঝে দিনযাপন করছে।






Shares