Main Menu

নাসিরনগর ফান্দাউক মহাসড়কে খানা খন্দ, জন দূর্ভোগ চরমে

+100%-

 

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সরাইল নাসিরনগর মহাসড়কের নাসিরনগর-ফান্দাউক অংশের প্রায় ৬ কি.মি. রাস্তা যেন সৃষ্টি হয়েছে মরণ ফাঁদ। প্রতিদিন উক্ত রাস্তা দিয়ে মালবাহী ট্রাক,শতশত সিএনজি সহ হাজার হাজার যানবাহন চলাচল করছে। কিছুদিন পূর্বে উক্ত রাস্তা দিয়ে নাসিরনগর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন লোকাল বাস সার্ভিস চালু হলেও রাস্তার ভগ্নদশা আর পূরাতন লক্করবক্কর ব্রীজ কালভার্টের জন্য তা বন্ধ হয়ে গেছে । প্রতিদিনই উক্ত রাস্তায় ট্রাক সি এনজির চাকা পাঞ্চার ও এক্সেল ভেঙ্গে যেতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে নাসিরনগর থেকে ফান্দাউক পর্যন্ত প্রায় ৬ কি.মি. রাস্তার অংশে ছোট ছোট গর্ত সৃষ্ট সহ বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। উক্ত রাস্তার যাত্রী সাধারণ প্রতিদিন অনেক কষ্ট করে সি এন জি ও বিভিন্ন যানবাহন যোগে উপজেলা, জেলা সদর ও রাজধানীতে যাতায়ত করছে। যাত্রী সাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে অচিরেই উক্ত রাস্তাটি সংষ্কার প্রয়োজন।






Shares