Main Menu

নাসিরনগরে ১৪৪ ধারা ভঙ্গ করে মাটি ভরাট,আইন শৃঙ্খলা ভঙ্গের আশংকা

+100%-

মোঃ আব্দুল হান্নান : জেলার নাসির নগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে মালিকানাধীন দখলীয় জায়গায় জোরপূর্বক  মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে ।মামলা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ব্রাক্ষণশাসন মৌজার ৭৩ নং সি এস খতিয়ানের মধ্যে সেঃ মেঃ৫২৭ দাগের ৫৬ শতক ভুমির প্রকৃত মালিক মোঃ মুক্তার হোসেন গং। গত ১৬ আগষ্ট ২০০০ ইং তারিখে দাতা মোঃ নুরুল হক গং এর নিকট থেকে ৪১৪ নং সাব কবলা দলিল মুলে মালিক হন মোক্তার হোসেন গং। ভূমিটি তাদের দখলেও রয়েছে বলে জানান তারা। প্রতিবেশী মোঃ বড় মিয়া গংরা দীর্ঘ দিন ধরে জায়গাটি জোরে দখলের চেষ্টা চালাচ্ছিল। এর ধারাবাহিকতায় তাদের রোপিত গাছপালা কেটে ফেলে দেয় প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে আইয়ুব আলী ব্রাক্ষণবাড়িয়ার সিনিযর জজ আদালতে ২৬ ফেব্রুয়ারী ২০০২ তারিখে দেওয়ানী মামলা নং১০৩/২০০০রুজু করে ।আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর পর্যালোচনা শেষে বাদী পক্ষে রায় প্রদান করে ।পরর্তীতে আবারো বিবাদীরা জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। পরে মোক্তার হোসেন বাদী হয়ে বড় মিয়া সহ ১০ জনকে আসামী করে  ব্রাক্ষণবাড়িয়া অতিঃজেলা ম্যাজিস্ট্রেট বরাবরে পি/১১০৪/১৪ নং মামলা রুজু করে ।আদালত মামলাটি আমলে নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নাসিরনগর থানাকে ১৪৪ধারা জারির নির্দেশ দেন।

পুলিশের এ এস আই মিজানুর রহমান বলেন ১৪৪ ধারা জারীর আগেই তারা জায়গা ভরাট করে ফেলে।আমি আদালতে রিপোর্ট প্রেরণ করেছি।

 

এ বিষয়ে বিবাদী পক্ষের লোকজনের দাবী তাদের নামে আদালতের রায় ও মালিকীয় কাগজ পত্র রয়েছে। ওই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।






Shares