Main Menu

নাসিরনগরে বিজেপি ও বিএনপির পৃথক হরতাল কর্মসুচী পালিত ।

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগরঃ১৮ দলের কেন্দ্রীয় ঘোষিত টানা ৬০ ঘন্টার  হরতাল কর্মসূচীর শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা বিজেপি ও বিএনপি শান্তিপুর্ণৃ ভাবে সকাল থেকে  পৃথক হরতাল কর্মসূচী পালন করে । ভোর ৬ টা কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান জেলা বিজেপির আহবায়ক সারা বাংলাদেশে সফল উপজেলা  চেযারম্যান হিসাবে একাদিক সনদ ও স্বর্ণ পদক প্রাপ্ত নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা,নাসিরনগরের মাটি ও মানুষের  নেতা মোঃ আহসানুল হক মাষ্টারের নেত্রীত্বে প্রায় ৪ হাজার, অপরদিকে উপজেলা  বি এন পির সাধারন সম্পাদক ,গোর্কন ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নেত্রীত্বে প্রায় আড়াই হাজার লোকের পৃথক মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন শেষে , বিজেপির লোকজন কলেজ মোড়ে আধুনিক হাসপাতাল বটতলায়  আলোচনা সভায় মিলিত হন ।অপরদিকে বিএনপি নেতা এম এ হান্নানের নেত্রীত্বে প্রায় আড়াই হাজার লোক নিয়ে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা শেষ হয়।হরতাল চলাকালে উপজেলার কোন রাস্তাঘাটে কোন বাস, মিনিবাস, ট্রাক,সি এন জি ,এমন কি স্থানীয় টেম্পু পর্যন্ত চলাচল করতে দেখা যায়নি ।হরতাল চলাকালে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।ওই সময়ে এলাকার রাস্তাঘাট ছিল যানবাহন শুন্য ।প্রশাসনের ভুমিকা ছিল অত্যান্ত কঠোর॥আওয়ামীলীগের কোন লোকজনকে রাস্তাঘাটে দেখা যায়নি ।অফিস আদালত খোলা থাকলে ও তেমন কোন কাজ কর্ম চোখে পড়েনি ।(পরের সংবাদ) »Shares