Main Menu

নাসিরনগরে কাল বৈশাখীর তান্ডবে লন্ডবন্ড উড়িয়াইন গ্রাম মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- গত রাত আড়াই ঘটিকায় কাল বৈশাখীর তান্ডবে উড়িয়াইন গ্রামে প্রায় ৩০ টি কাচাঘরবাড়ি ও একটি বেরসকারী স্কুল এবং বিপুল পরিমাণ গাছপালা লন্ডভন্ড হয়ে গেছ

+100%-
মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- গত রাত আড়াই ঘটিকায় কাল বৈশাখীর তান্ডবে উড়িয়াইন গ্রামে প্রায় ৩০ টি কাচাঘরবাড়ি ও একটি বেরসকারী স্কুল এবং বিপুল পরিমাণ গাছপালা লন্ডবন্ড হয়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটিতে দাড়িয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে। গত কাল সরজমিন উড়িয়াইন গ্রামে গিয়ে এই দৃশ্য দেখা যায়। ৭০ হাত লম্বা ১০ হাত প্রস্ত উড়িয়াইন বেসরকারী স্কুলটি কাল বৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। স্কুল কমিটির সভাপতি অবসর প্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মইনুল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ সামছু উদ্দিন, ইউপি সদস্য গেদু মিয়া, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ জাহান মিয়া, মোঃ আব্দুল কুদ্দুস খাঁ, ডা: সমির চন্দ্র সরকার, জয় কুমার সরকার ও মনিন্দ্র সরকার জানায়, উক্ত গ্রামের প্রায় ৩০ টির অধিক কাচাঘরবাড়ি ও বিভিন্ন জাতের বড় বড় গাছ ভেঙ্গে ও উড়িয়ে নিয়ে গেছে। স্কুলের প্রাধান শিক্ষক মোঃ বাইজিদ খান জানান ২০১০ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ২০০ জন। গত কাল তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু রাতেই কাল বৈশাখী ঝড়ে স্কুল এবং আসবাবপত্র উড়িয়ে নিয়ে গেছে। একমাত্র ভিটি ছাড়া অবশিষ্ট্য কিছুই নেই। তার মতে স্কুলে প্রায় ক্ষয় ক্ষতির পরিমাণ ৭ লক্ষ টাকা। স্কুল দ্রুত পূণ: সংস্কারের বব্যস্থা না করা হলে ২০০ ছাত্র/ছাত্রীর জীবনে শিক্ষার আলো নিবে যাওয়াও সম্ভবনা রয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শীদের মতে কাল বৈশাখীর ছোবলে ওই গ্রামে ক্ষয় ক্ষতির পরিমাণ অর্ধ কোটি ও ছাড়িয়ে দিতে পারে।






Shares