Main Menu

নাসিরনগর ভলাকুটে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

+100%-

valakut

 

এস.এম.বদিউল আশরাফ(মুরাদ মৃধা:: নাসিরনগর উপজেলাধীন ২নং ভলাকুট ইউনিয়ন পরিষদ এর ভলাকুট কে,বি,উচ্চ বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ১৩ অক্টোবর বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কেন্দ্র উদ্বোধন করা হয়।

valakut1প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধন শেষে ফলক উন্মোচন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জ আহমদ। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দূর্যোগ মোকাবেলায় দেশে ১৫৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে তিনতলা বিশিষ্ট প্রতিটি আশ্রয়কেন্দ্রে ১ হাজারের অধিক লোক আশ্রয় নিতে পারবে। দূর্যোগ মূহূর্ত ছাড়া অন্যান্য সময় এগুলো বিদ্যালয় ভবন হিসেবে ব্যবহৃত হবে বলে তিনি জানান।

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান এস,এম,বাকী বিল্লাহ (জুয়েল) সভাপতিত্বে ফলক উন্মোচন পরবর্তী আলোচনা সভা পরিচালনা করেন ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান। এতে বিশেষ অতিথিদের মধ্যে জনাব মোঃ আব্দুল কাদের,(ওসি) ভারপ্রাপ্ত ইনচার্জ,নাসিরনগর মডেল থানা,জনাব নরেশ মৌল্লিক, সহ-সভাপতি,নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ,জনাব মহিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , মোঃ কালু মিয়া,সাংগঠনিক সম্পাদক, ভলাকুট ইউনিয়ন আওয়ামীলীগ,মোঃ শাহ-আলম, সিনিয়র সহ-সভাপতি,ভলাকুট ইউনিয়ন যুবলীগ, এ,কে,এম রেজা রাব্বী সোহেল, সহ-সভাপতি, ভলাকুট ইউনিয়ন যুবলীগ, মোঃ জালাল মিয়া, সাধারণ সম্পাদক, ভলাকুট ইউনিয়ন যুবলীগ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Shares