Main Menu

নাসিরনগরে রক্তদান ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘সন্ধি’র আত্মপ্রকাশ

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সন্ধি’ নামে স্বেচ্ছায় রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করেছে। আজ বুধবার দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক ব্লাডডোনার উপস্থিত ছিলেন।

মো. সিরাজুল ইসলাম সভাপতি এবং জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠাকালীন ২৫ সদস্যের একটি কমিটি গঠন করে আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় নবনির্বাচিত সভাপতি বলেন, এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে দল-মত নির্বিশেষে যে কারো রক্তের প্রয়োজনে আমরা স্বেচ্ছায় এগিয়ে আসব। আমাদের প্রধান লক্ষ্য স্বেচ্ছায় রক্ত দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াঁনো। একজন নাগরিকও রক্তের অভাবে মারা যাবেনা এটাই আমাদের অঙ্গীকার। আমরা মনে করি এতে করে তরুণ প্রজন্মকে আরো বেশি রক্তদানে উদ্বুদ্ধ করতে পারব।






Shares