Main Menu

নাসিরনগরে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

+100%-

Magura1429873262ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীণ টেকাব শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওর্য়াকিং কোর্সে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স-এর সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন বেকার যুবক ও ২০ জন যুবতী যাদের বয়স সর্বনি¤œ ১৮ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে এই প্রশিক্ষণ অংশগ্রহণ নির্ধারণ করা হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান এ.টি.এম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, থানা নির্বাহী কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা জনাব মাতব্বর রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ১ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষক হিসাবে দায়িত্বপালন করেন চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষক জনাব জবিউল পারভেজ দিলদার ও সহকারী প্রশিক্ষক আলমগীর। এই প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে ব্যাপক সাড়া জাগে বিশেষ করে গ্রাম্য অবাঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে। তবে জানা যায়, এই কার্যক্রম শুভ উদ্বোধন শুরু হয় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।






Shares