Main Menu

নৌকা ডুবিতে আহত নারীর মৃত্যু

+100%-

নাসিরনগর প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার মাধবপুরের খাষ্টি নদীতে নৌকাডুবে আহত আনু বেগম(৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আনু বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের আক্কাস মিয়ার স্ত্রী। এই নিয়ে তিন জন নারীর মৃত্যু হল।
গত ১৬ দিন আগে নৌকাডুবির পর উদ্ধার হওয়া আনু বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগষ্ট রাত দুইটার সময় মৃত্যু হয় ওই নারীর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গুনিয়াউক ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে খরমপুরে যাওয়ার পথে নৌকাডুবে মারা যায় ছায়েরা আক্তার। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মৃত ছায়েরার ছেলের বৌ আনু বেগম।
১৪ আগষ্ট বুধবার বিকেলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের খাষ্টি নদীতে এ নৌকাডুবি হয়। এসময় গুরতর আহত অবস্থায় মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ছায়েরা আক্তার(৬৬) ও সৈয়দ বানু(৭০) নামে দুই নারীর মৃত্যু হয়। অপর ১০জন আহত হয়।
প্রসঙ্গতঃ গত ১৪ আগষ্ট সকাল বেলায় নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন হতে আখাউড়ার খরমপুরে মাজারের উদ্দেশ্য নৌকা দিয়ে যাওয়ার পথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের খাষ্টি নদীতে নৌকাডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে।






Shares