Main Menu

নাসিরনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ : সংঘর্ষে আহত ৯

+100%-

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এসময় বাড়ি সংলগ্ন জমির আলু গাছ নষ্ট করে দেয়া হয়। সংঘর্ষে আহত মাসুক মিয়াকে (৫০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের মাসুক মিয়া ও দ্বীন ইসলামের মধ্যে বাড়ির সীমনা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ২৮ ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় রোববার উভয় পক্ষ ফের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।


Shares