Main Menu

২৬শে ফেব্রুয়ারীর সম্মেলনের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই—এডভোকেট নিশাত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এক বিবৃতিতে আগামী ২৬ শে ফেব্রুয়ারী জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলনের নামে তার নামে পোষ্টার ও নিমন্ত্রনপত্রসহ অন্যান্য কার্য্যক্রম পরিচালনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন এসব কার্যক্রম সম্পর্কে আমি অবহিত নই বা আমার কোন সংশ্লিষ্টতাও নেই। এতে জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান তিনি।
বিবৃতিতে বলা হয় সম্মেলন উপলক্ষে গত ১৮ ই ফেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ও বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকগন এক সভা করেন। এতে ২৬ শে ফেব্রুয়ারী তারিখের পরিবর্তে যে কোন দিন সম্মেলনের তারিখ ঘোষনার জন্যে সর্বসম্মত প্রস্তাব গ্রহন করা হয়। যা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করা হয়। সকলের অংশগ্রহনে বড় আয়োজনে সম্মেলন করার জন্যে ওই তারিখটি পরিবর্তন করার দাবী জানানো হয়। এবিষয়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কোন সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়ার আগে আমার নামে (এডভোকেট তাসলিমা সুলতানা খানম )সম্মেলনের পোষ্টার-নিমন্ত্রনপত্রসহ অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছে। এই তৎপরতা থেকে বিরত থাকার জন্যে আমি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাই।






Shares