Main Menu

চাপাতি, ছোরা ও লোহার রডসহ ০৪ ডাকাত গ্রেফতার এবং ৫১ পিছ ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম, এটিএসআই/হুমায়ুন কবির, এটিএসআই/রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত ১। আলী নেওয়াজ (২২), পিতা-রফিকুল ইসলাম, সাং-চাতলপাড়, আতপাড়া মুন্সিবাড়ি, ২। তপন মিয়া (২৯), পিতা-জাহাঙ্গীর মিয়া, সাং-ফান্দাউক মোড়াখৈর, বায়তুল্লাহ খন্দকারের বাড়ির দক্ষিণ পার্শ্বে, উভয় থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ আল আমিন (২৪), পিতা-আঃ জলিল মিয়া, সাং-নুরপুর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ ৪। মোজাম্মেল (২০), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-কাইতোরা, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র থানাধীন পৌরসভাস্থ দাতিয়ারা ওয়াপদা গেইট পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে ০১টি স্টীলের তৈরী চাপাতি, ০১টি স্টীলের তৈরী ছোরা, ০১টি লোহার তৈরী ছুরি এবং ০১টি লোহার রড উদ্ধার করতঃ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪২, তাং-১৪/০৯/১৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করে গ্রেফতারকৃত সকল আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে আরেকটি অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। হিরন মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুল হালিম, সাং-পুনিয়াউট উত্তর, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ৫১ (একান্ন) পিছ অবৈধ মাদক দ্রব্য (ইয়াবা)সহ অত্র থানাধীন পুনিয়াউট সাকিনস্থ তাহার বসত বাড়ির পিছন থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Shares