Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক ফিষ্টুলা দিবস উদযাপিত

+100%-

গত ২৩ মে শনিবার ছিল আর্ন্তজাতিক ফিষ্টুলা দিবস। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জনের মাধ্যমে এবং ইউএনএফপিএ (টঘঋচঅ) এর অর্থায়নে এবং বিডব্লিউএইচসি (ইডঐঈ) এর সার্বিক সহায়তায় বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার। মূল প্রবন্ধ পাঠ করেন সরাইল উপজেলা কমপ্লেক্সে অব্স এন্ড গাইনী জুনিয়র কনসালটেন্ট ডাঃ হালিমা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, এমওডিসি, আরএমও ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় বক্তাগণ ফিষ্টুলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।
সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার বলেন, ফিষ্টুল একটি প্রসব জনিত সমস্যা। প্রসবজনিত ফিষ্টুলা কোন অভিশাপ নয়। এটি প্রসবকালীন জটিলতার কারণে সৃষ্ট একটি স্বাস্থ্য সমস্যা। প্রসবজনিত ফিষ্টুলা হলে তা নিয়ে ভয়ের কিছু নেই। সময়মত চিকিৎসায় প্রসবজনিত ফিষ্টুলা ভাল হয়। ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে, ঘন ঘন গর্ভধারণ না করা এবং নিয়মিত প্রসবপূর্বক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন। তিনি আরো বলেন, সঠিক সময়ে হাসপাতালে যাওয়া, গাইনী ডাক্তারের পরামর্শ নেয়া এবং দক্ষ দাই বা ডাক্তার দ্বারা প্রসব করালে এ সমস্যা সৃষ্টি হবে না। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম।প্রেস রিলিজ






Shares