Main Menu

আগামী প্রজম্মদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে হবে-..মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সাথে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা

 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে অসংখ্য হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার রয়েছে। এসমস্ত প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুল পরিমান বিষাক্ত বর্জ্য সৃৃষ্টি হয়। এসমস্ত বর্জ্য অপসারনের সঠিক ব্যবস্থা না থাকায় শহরের পরিবেশ মারাত্বক ভাবে দূষিত হচ্ছে। ব্যহত হচ্ছে মানুষের সাভাবিক জীবন যাপন। মেয়র গতকাল সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার এর পরিচালক ও তাদের প্রতিনিধিদের সাথে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন এই শহর আমার আপনার সকলের। আমরা সকলেই আমাদের পরিবার নিয়ে এই শহরে বসবাস করি। আমাদের আগামী প্রজম্মদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তাই নিজেদের স্বার্থে এই শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন আমরা পৌর এলাকার একটি নির্দৃষ্টি স্থানে ডাম্পিং হাউজ নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেখানে ময়লা আর্বজনা থেকে বিদুৎ, সার ও অনান্য সামগ্রী তৈরী করা হবে। কিন্তু ব্যায় বহুল এ প্রকল্প বাস্তবায়নের আগে আমাদের নিজেস্ব উপকরনের সঠিক ব্যবস্থাপনায় শহরে বর্জ্য অপসারন করতে হবে। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক মোঃ সানাউল হক চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, হলি ল্যাব শিশু হাসপাতাল ও ডায়াগনিষ্টক সেন্টারের পরিচালক মোঃ কাউছার আহমেদ, আইডিয়েল এক্সরে এন্ড প্যথলজি সেন্টারের পরিচালক মোঃ মশিউর রহমান লিটন প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা। সভায় পৌর এলাকার ক্লিনিক্যাল বর্জ্য সঠিক ব্যবস্থাপনার আপসারনের নিমিত্বে প্রতিটি হাসপাতালের বর্জ্য নিজেস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করা ও নিজেস্ব ভ্যানগারীর মাধ্যমে প্রতদিন সকাল ৭ থেকে ৮ মধ্যে সেই বর্জ্য পৌরসভার  অপেক্ষামান ময়লারগাড়ীতে রাখার সিধান্ত নেওয়া হয়। এছারাও সভায় প্রতিটি হাসপাতালে বিষাক্ত সুই ও অনান্য বর্জ্য পুরিয়ে ফেলার যন্ত্র ক্রয় করার আহবান জানানো হয়। সভায় প্রায় ৫০টি হাসপাতাল ও  ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares