Main Menu

সকলের সহযোগিতা নিয়ে এফবিসিসিআই’র কর্মকান্ড এগিয়ে নিয়ে যেতে চাই–আব্দুল মাতলুব আহমেদ

+100%-

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মসজিদ রোডস্থ কার্যালয়ে এফবিসিসিআই ২০১৫- ২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে নিটল- নিলয় গ্র“পের চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী আব্দুল মাতলুব আহমেদ এর নেতৃত্বে ১৬ সদস্যের প্যানেল ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি আশরাফুল আলম মাহফুজ। এ সময়  প্রধান অতিথির বক্তব্য রাখেন নিটল- নিলয় গ্র“পের চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুল মাতলুব আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিস্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব বজলুর রহমান, এ কে এম শাহিদ রেজা, প্রবির কুমার সাহা, আমিনুল হক শামীম, শেখ মোঃ ফাহিম, গাজী গোলাম আশরিয়া, হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগুড়া, মোঃ নিজাম উদ্দিনসহ প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সহ সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সাবেক সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের পরিচালক মোঃ আল মামুন, আলহাজ্ব মোঃ শাহ আলম, কাজী জাহাঙ্গীর, আলহাজ্ব মিজানুর রহমান, মোঃ মোজাম্মেল হক (আজাদ মোল্লা), মোঃ বাবুল মিয়া, মোঃ আল আমিন, শেখ আল মামুন আহমেদ, মোঃ রেজুয়ানুল হক, মোঃ কামাল, মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূইয়া, মাসুদুর রহমান ভূইয়া ও চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন প্রমুখ। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিটল- নিলয় গ্র“পের চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, সকলের সহযোগিতা নিয়ে এফসিসিআই’র কর্মকান্ড এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র কর্মকান্ড আরো প্রসারিত করতে সকল স্তরে একযোগে কাজ করব। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের উর্ধ্বতন মহলের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা চালিয়ে যাব। সভাপতির বক্তব্যে আলহাজ্ব আজিজুল হক বলেন, ব্যবসায়ীদের ব্যাংক ঋনের সুদ ও ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা চলছে। এগুলোর দিকে এফবিসিসিআই’র নজরদারি বাড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের কর্মকান্ড আরো প্রসারিত করতে এফবিসিসিআই’র সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা চাই এই পরিষদ নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে।প্রেস রিলিজ






Shares