Main Menu

জনগনের দ্বার গোড়ায় মৌলিক স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার – জেলা প্রশাসক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন জনগনের দ্বার গোড়ায় মৌলিক স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার। সরকারের ভিশন অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের জনগন হাতের কাছে তাদের মৌলিক স্বাস্থ্য সেবা পাবে। পাশাপাশি ২০৪১ সালের মধ্যে আমরা একটি সুস্থ সবল-রোগ মুক্ত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। জেলা প্রশাসক শনিবার সকালে মধ্যপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত পৌর এলাকায় “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন দেশের ভবিষ্যত প্রজন্ম শিশুদেরকে সুস্থ-সবল ও রোগ মুক্ত রাখতে সরকার জাতীয় টিকা কর্মসূচির প্রচলন করেছে। তিনি  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” কে সফল করার জন্য সকলকে সহযোগিতার আহবান জানান। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন আমাদের সময়ে এধরনের টিকার প্রচলন ছিলনা। তাই আমাদের সময়ের শিশুরা নানান রোগাক্রান্ত হত। কিন্তুু বর্তমান সরকারের টিকা কার্যক্রমের মাধ্যমে আমাদের বর্তমান শিশুরা সুস্থ ভাবে বেড়ে উঠছে। তিনি আরো বলেন ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও হামের জটিলতা কমায় এবং শিশু-মৃত্যুর ঝুঁকি কমায়। মেয়র বিভিন্ন সময়ে শিশু টিকা নিয়ে গুজুবের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে সকলকে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. হাসিনা আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা মোঃ আবু সাইদ। সভা পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিন্টেনডেন্ট আমিনুল ইসলাম। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম.মোঃ রেজাউল করিম ভূইয়া। উল্লেখ্য দেশের শিশুদের রাত কানা, হাম ও ডাইরিয়া রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করে থাকে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের মত এ বছরও ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৭২টি টিকাদান কেন্দ্রে মোট ২৮২৬৯ জন শিশুকে টিকা খাওয়ানো হয়। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’  ক্যাপসুল খাওয়ানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি






Shares