Main Menu

পুলিশ সুপার ও জেলা পুলিশকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের অভিনন্দন

+100%-

চট্টগ্রাম রেঞ্জে ব্রহ্মণবাড়িয়া জেলা পুলিশ বিশেষ সম্মাননা অর্জন

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ব্রহ্মণবাড়িয়া জেলা পুলিশ বিশেষ সম্মাননা অর্জন করায় জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) সহ জেলা পুলিশের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়ে মেয়র বলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) জেলা পুলিশের দায়িত্ব নেওয়ার পর জেলার আইন শৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নত হয়েছে। অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেফতারের পাশাপাশি জেলায় অপরাধ প্রবণতা কমানোর জন্য জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সত্যিই প্রশংসার যোগ্য। এছাড়া “পুলিশ জনগনের বন্ধু” শ্লোগানের যর্থাথতার প্রমানের জন্য জেলা পুলিশের বিভিন্ন সেবামূলক কার্যক্রম জেলার সাধারন মানুষের প্রশংসা অর্জন করেছে। যা কেবল মাত্র পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামন পিপিএম এর দক্ষতা, বিচক্ষণতা, যোগ্য নেতৃত্ব ও পরিশ্রমের ফসল। বিবৃতিতে মেয়র আশা প্রকাশ করে বলেন চট্টগ্রাম রেঞ্জে জেলা পুলিশের এই বিশেষ সম্মাননা অর্জন জেলা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করবে। বিবৃতিতে মেয়র পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম সহ সকল পুলিশ কর্মকর্তাদের শারিরীক সুস্থতা, দীর্ঘায়ূ ও  উত্তরত্তোর সাফল্য কামনা করেন।  






Shares