Main Menu

আইন পেশার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে নিজেকে প্রস্তুত করে তুলুন– পুলিশ সুপার

+100%-

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে আইন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, আইন পেশার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে নিজেকে প্রস্তুত করে তুলুন। তিনি এ সময় আরো বলেন, আইন প্রয়োগ সম্পর্কে আমাদের জানতে হবে এবং এর সঠিক প্রয়োগ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ এডঃ সুরেন্দ্র চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন আইন কলেজ পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী নায়ার কবির, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডঃ নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, আইন কলেজের সহকারী অধ্যাপক এডঃ এ কে সামসুউদ্দিন টুনু, এডঃ সাদুল্লাহ্ মৃধা, এডঃ নজরুল ইসলাম, প্রভাষক বজলুর রহমান প্রমুখ। সেমিনার পরিচালনা করেন প্রভাষক এস. আর. এম ওসমান গণি।






Shares