Main Menu

প্রতিটি শিশুর সুন্দর শৈশব নিশ্চিত করতে কিন্ডার গার্টেন স্কুল সুমূহের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে-মেয়র

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রতিটি শিশুর সুন্দর শৈশব নিশ্চিত করতে কিন্ডার গার্টেন স্কুলের সুমূহের উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। এই বিষয়ের প্রতি লক্ষ রেখে শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মানবৃদ্ধি, পর্যাপ্ত শ্রেণী কক্ষ, খেলাধুলার স্থান, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের মোনযোগী করতে শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি এই এলাকার শিশুদের জন্য একটি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠার উদ্দ্যোগকে সাধুবাদ জানান। মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে ছয়বাড়িয়ায় জুই কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি শুধুমাত্র ব্যবসায়িক মুনাফার জন্য শিক্ষা প্রতিষ্ঠান না গড়ে শিক্ষা সেবায় মনোযোগী হতে শিক্ষা প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের প্রকল্প কর্মকর্তা মোঃ মহসিন আলী, সিনিয়র কর্মকর্তা তাজুল ইসলাম, জুনিয়র কর্মকর্তা সাইফুল ইসলাম, সেন্টাল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক সাফায়েত হোসেন বাপ্পি, গোর্কনঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ মাস্টার। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা ইসলাম রুনা। সভা পরিচালনা করেন শিক্ষক জুয়েল আহমেদ, মাসুক হোসেন রকি। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি






Shares