Main Menu

টেলিভিশন সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষন উদ্বোধন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবে যে কোন ধরনের কর্মশালা ও সেমিনার অনুষ্ঠানের অনুকূল পরিবেশ রয়েছে। অবকাঠামোর সুবিধাসহ সকল ধরনের সুবিধা এখান বিরাজমান। সংক্ষিপ্ত সময়ে প্রেসক্লাব কর্র্তৃপক্ষ প্রশানের সহযোগিতা চাইলে এ জন্য প্রশাসন তাৎক্ষনিকভাবে সহযোগিতা করে থাকে। জেলা প্রশাসক আজ (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে টেলিভিশন সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এখন পেশাদারিত্বের প্রমান দিতে সক্ষম হয়েছে। এ প্রশিক্ষনের মাধ্যমে সাংবাদিকদের পেশা দারিত্বের ভিত্তি আরো মজবুত হবে। তিনি প্রেস ইন্সটিটিউটসহ বিভিন্ন সংগঠনকে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের এ ধরনে কর্মসূচী অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এখন আগের মত আর সাংবাদিকদের আড্ডাস্থল হিসেবে বিবেচিত হচ্ছে না। সত্যিকার অর্থে এ প্রেসক্লাব প্রফেশনাল ক্লাবে পরিণত হয়েছে। পেশাগত উৎকর্ষ সাধনে প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে সাংবাদিকদের মর্যাদা ও সুনাম বাড়ছে। উপকৃত হচ্ছে জাতি। এখানকার সাংবাদিকরা দ্রুততম সময়ে টেলিভিশনের সংবাদ প্রচার করে পেশাদারিত্বের স্বাক্ষর বহন করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতায় নতুনত্ব সৃষ্টি হবে। তিনি পিআইবিকে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু করায় ধন্যবাদ জানায়।
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন। উদ্ধোধনী অনুষ্ঠানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষনে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।






Shares