Main Menu

চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

+100%-

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নাধীন চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজমত মুবিন এর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু অহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতা সদস্য রফিকুল ইসলাম দুলাল, পরিচালনা পর্ষদ সদস্য খুরশিদুর রহমান ভূঁইয়া, শামসুল আরেফিন, রফিকুল ইসলাম রফিক, রাজিয়া আক্তার,  সহকারী শিক্ষক রায়হানা আক্তার, আলহাজ্ব আবদুল আলিম। ক্রীড়ায় ২০টি ইভেন্টে ২শত প্রতিযোগী অংশ নেন। উল্লেখ্য, সৃজনশীল মেধা বিকাশ প্রতিযোগিতায় ছাত্রী সারবীন হোসেন তামান্না উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
প্রধান অতিথি জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের সু-স্বাস্থ্য গঠন, সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করা এবং পরীক্ষার ভাল ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের মান উন্নয়নে সচেষ্ট হতে শিক্ষকদের প্রতি আহবান জানান।প্রেস রিলিজ






Shares