Main Menu

অজিত দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহর আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

+100%-

৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিত কুমার দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসী উজ্জ্বল ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের এক প্রতিবাদ সভা গতকাল বিকালে হালদাপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন। সভায় শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান এর পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ছাদেকুর রহমান শরীফ, মোঃ বাশার মিয়া, মোঃ রেজাউল করিম বাবুল, মোঃ মিজান আনসারী, মোঃ রফিকুল ইসলাম দুলাল, মোঃ হিরণ মিয়া, মোঃ রাকিব ভুইয়া, জামাল খান, সেলিম রেজা হাবিব,  বিষ্ণু পদ দেব,সাবেক কমিশনার সুভাষ দাস, বাবুল আহমেদ, আলাউদ্দিন আলাল, এম.সাইদুজ্জামান আরিফ, গোলাম মোস্তফা রাফি, বিশ্বজিত বর্ধন, আল আমিন সওদাগর, রবিউল হোসেন রুবেল, টুটুল, নিতিশ রজ্ঞন রায় প্রমুখ। সভায় বক্তরা অজিত দাসের উপর হামলা কারী শহরের চিহ্নত সন্ত্রসী উজ্জ্বল ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। বক্তাগন প্রত্যেক পাড়া মহল্লা থেকে সন্ত্রাস নির্মূল করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচির ঘোষনা দেওয়া হয় এবং দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়। সভায় জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ শ্রমিকলীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অনেক এলাকাবাসী উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ







Shares