Main Menu

আর্ত মানবতার সেবা করায় হল রেড ক্রিসেন্টের মূল কাজ— র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

ডেস্ক ২৪::অদ্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনদিনব্যাপী মৌলিক, প্রাথমিক চিকিৎসা ও নেতৃত্ব বিষয়ক কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম দুলাল, মোঃ শাহজাদা, সাবেক যুব প্রধান শাহজাহান সাজু, আনিছুর রহমান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক শেখ মাহবুবুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, আর্ত মানবতার সেবা করায় হল রেড ক্রিসেন্টের মূল কাজ। তিনি এ সময় আরো বলেন, দূর্যোগ মোকাবেলায় কিভাবে মানুষের সহযোগিতায় কাজ করা যায় এর ধারণায় প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হয়। আমি আশা করব ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট ইউনিট দক্ষ যুব শক্তি হিসেবে আর্ত মানবতার সেবায় নিবেদিত ভাবে কাজ করবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি  প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন।






Shares