Main Menu

ব্রাহ্মণবাড়িয়াগামী কোচে দুর্ধর্ষ ডাকাতি, ৩৬ যাত্রীর সব লুট

+100%-

শামীম উন বাছির::ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি কোচে শুক্রবার সন্ধ্যা রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নগঞ্জের আড়াইহাজারের ছনপাড়ায় ডাকাতির এই ঘটনা ঘটে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে তাদের সব কিছু লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় বাসটির সুপারভাইজার রাসেলসহ কয়েক যাত্রী আহত হয়। ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচলকারী রয়েল পরিবহনের বাস (ঢাকামেট্রো-ব-১৪-৭৩৫৫) এর চালক ফজলুল হক জানান, সায়েদাবাদের গোলাপবাগ কাউন্টার থেকে যাত্রীবেশে প্রথম ২ জন ডাকাত উঠে। তবে জড়িত ছিলো ৬/৭ জন। ডাকাতরা ছনপাড়া আসার আগেই তাকে অস্ত্র ঠেকিয়ে চালকের আসন থেকে উঠিয়ে নেয় গাড়ির নিয়ন্ত্রন নিয়ে নে। তাদের মধ্যে দু’জন মুখোশ পরিহিত। বাকীরা গাড়ির ভেতরের লাইট বন্ধ করে যাত্রীদের মালামাল লুট শুরু করে। এসময় অনেক যাত্রীকে মারধোর করে। ৩৬ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৭টার দিকে বাসটি কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ডাকাতি শেষে ছনপাড়ায় গাড়ি থামিয়ে নেমে পড়ে ডাকাতারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলে এবং ঠিকানা লিখে নেয়। বাসের ষ্টাফরা জানান- ঢাকা থেকে গাড়িটি ওই পর্যন্ত আসার পথে পুলিশের দেখা পাওয়া যায়নি। ডাকাতরা কি পরিমান মালামাল লুট করে নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এরআগে ডিসেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একই বাস সার্ভিসের আরেকটি বাসে নরসিংদীর ভেলানগর এলাকায় ডাকাতি হয়।






Shares