Main Menu

ট্রেনে নাশকতা রোধে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক

+100%-

নিজস্ব প্রতিনিধি :: রেলপথে ও ট্রেনে নাশকতা রোধে জনগণকে মাঠে নামার আহবান জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক। পাশপাশি তিনি নাশকতাকারিদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ারও আহবান জানান।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে ‘রেলপথে ও ট্রেনে নাশকতা রোধকল্পে’ স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে এ আহবান জানান। মন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তার দোসর জামায়াত-শিবির সারাদেশে নাশকতা চালাচ্ছে। বোমা মেরে, পেট্রল দিয়ে নিরীহ মানুষকে খুন করছে। যারা মানুষ খুন করে তাদেরকে কেউ ক্ষমতায় দেখতে চায় না। কসাইয়ের ভূমিকা নিয়ে কেউ ক্ষমতায়ও আসতে পারবে না। ক্ষমতায় যাওয়ার গণতান্ত্রিক নিয়ম হলো নির্বাচন’। এলাকাবাসীর দাবি অনুযায়ী শায়েস্তাগঞ্জ-ভৈরব পথে চলাচলকারী বাল্লা লোকাল ট্রেন চালু এবং পাঘাচং, সিঙ্গারবিল, মেরাসানী রেলওয়ে স্টেশন আধুনিকায়ন করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন মন্ত্রী। রেলপথ মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ের উন্নয়নে বিশ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন করে আগামী চার বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়েকে সেবাকে উন্নত বিশ্বের রেলওয়ের সেবার মতো গড়ে তোলার ইচ্ছা আছে।






Shares