Main Menu

সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

+100%-

প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন, বুধল ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেহার মেম্বার।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, জনগন হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। তথাকথিত আন্দোলনের সাথে জনগনের সম্পৃক্ততা নেই। তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বাসে আগুন দিয়ে, মানুষকে পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে পারবেন না। তিনি বলেন, বর্তমানে যা হচ্ছে তাকে গনতান্ত্রিক আন্দোলন বলা যায়না, এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। তিনি সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলেন, ২০১৯ সালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।






Shares