Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময়

+100%-

নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি  ইন্টান্যাশনাল বাংলাদেশ টিআইবি’র সহায়তায় বুধবার ‘দুর্নীতির বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু তাহের। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর সহ-সভাপতি প্রৌকশলী মোঃ রফিকুল ইসলাম এবং সনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য শফিকুল বারী, মোহাম্মদ আরজু, আবদুন নূর ও স্বজন সদস্য ফজিলাতুন্নাহার। পরে মুক্ত আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন জামি, জসীম উদ্দিন, মোখলেছুর রহমান জীবন, উজ্জ্বল চক্রবর্তী, শিহাব উদ্দন বিপু, শেখ সাদীসহ সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় ব্রাহ্মণবাড়িয়ার চলমান কিছু সমস্যা ও দুর্নীতির খন্ড চিত্র উঠে আসে। স্বাস্থ্যখাতে যেসব সমস্যা আসে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাবে ঘরোয়া পরিবেশে ক্লিনিক এর সংখ্যা বৃদ্ধি, সরকারি হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিবর্তে ক্লিনিকগুলোকে বেশী গুরুত্ব দিয়ে চিকিৎসকদের সেবা প্রদানের মানসিকতা, দালাদের দৌরাত্ম বৃদ্ধি, টেকনিক্যাল জ্ঞান সর্ম্পন্ন জনবলের অভাব। এছাড়াও রয়েছে পুলিশ প্রশাসন কর্তৃক নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা রুজুতে অর্থ গ্রহণ, তিতাসের বেড়িবাঁধের ভূমি দখল, গ্যাস লাইন গ্রহণে অধিক হারে অতিরিক্ত অর্থ প্রদান করার সত্বেও সংযোগ না পাওয়া, সার ও বীজ গ্রহনে মানুষকে হায়রানি করা। এসকল বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।






Shares