Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত: ট্রেন চলাচল ব্যহত

+100%-

শামীম উন বাছির ::ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে।
তবে এটি নাশকতা না অন্য কোনো ঘটনা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত করে পারেন নি সংশ্লিষ্ট কেউ। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  বিকেল ৪টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
এ ব্যাপারে আখাউড়ার লোকেশেড ইনচার্জ মোঃ মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর থেকে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে। তিনি বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। ট্রেনটি উদ্ধার করতে আনুমানিক ৫ ঘন্টা লাগতে পারে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিন ফারুক মজুমদার জানান, নাশকতা নয় বলে আমরা নিশ্চিত হয়েছি। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।






Shares