Main Menu

মহিলা মেম্বারদের অবহেলার চোখে দেখার উপায় নেই — মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ডেস্ক ২৪::বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রে সদর উপজেলার ১১টি ইউনিয়নের নারী সদস্যদের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নাটাই দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য শরিফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধনার জবাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সহ সভাপতি মেয়র মোঃ হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য হাফসা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাছিহাতা ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ মাহমুদা আক্তার, রামরাইল ইউনিয়ন পরিষদের সদস্য সেলিনা বেগম, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সালেহা বেগম প্রমুখ। সভায় সংবর্ধনার জবাবে মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, মহিলা মেম্বারদের অবহেলার চোখে দেখার উপায় নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তিনি মহিলা মেম্বারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সকল রকম সুযোগ সুবিধা পাবেন। আপনাদের দেওয়া এই সংবর্ধনা আমাদের সারা জীবন মনে থাকবে।
জেলা আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে নারী নেতৃত্বের বিকাশ ঘটাচ্ছেন। কারণ তিনি চিন্তা করেছেন, এই দেশের জনসংখ্যার অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। তাই নারীদের কাজে লাগানো দরকার। তার জন্য বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী হাতে নিয়েছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য একযোগে কাজ করবেন।






Shares