Main Menu

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে :: র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী

+100%-


৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার ও সাবেক পিপি এডঃ তফসিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম মিয়া, জেলা মুক্তিযোদ্ধা দাবী বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সদর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সহকারী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক মনির হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারী ও অনুপ্রবেশকারীদের হঠিয়ে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরী করে তাদেরকে পূর্ণ সম্মানে ভূষিত করা। আর এ লক্ষ্যেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যেন ষড়যন্ত্র করে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তিনি এ সময় ৭ই নভেম্বরে নিহত সৈনিক মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন ও হত্যাকারীদের বিচারের দাবী জানান।






Shares