Main Menu

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন.. মেজর (অবঃ) ওয়াকার হাসান বীরপ্রতীক

+100%-

প্রতিবেদক : শনিবার বিকালে ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৩ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযোদ্ধাদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অ্যাডঃ আখতার হোসেন সাঈদ এর সভাপতিত্বে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূইয়া। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর (অবঃ) ওয়াকার হাসান বীরপ্রতীক, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্যানেলের সম্ভাব্য বিভিন্ন পদে পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদ, প্রকৌশলী আব্দুল আজিজ জোয়ারদার, আনোয়ার এইচ ভূইয়া, মেজর অবঃ ওয়াসিউজ্জামান লেলিন, ওলফাত আলী, সম্মানিত ক্যাপ্টেন তাজুল ইসলাম ভূইয়া বীরপ্রতীক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, অ্যাডঃ আব্দুর রাশেদ, কবীর আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী-দাওয়া পাঠ করেন সাবেক সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধীতাদের কর্মকান্ডের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনের জন্য অভিনন্দন জানান। আগামীতে মুক্তিযোদ্ধা নির্বাচনে মুক্তিযোদ্ধাদের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আহবান জানান এবং দুর্নীতিমুক্ত মুক্তিযোদ্ধা সংসদ গঠনের তাঁকে আগামীতে সমর্থন প্রদানের জন্য অনুরোধ জানান।






Shares