Main Menu

জামায়াত ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, অথচ মুসলমানদের জন্য কোনো দরদ নেই.. রেলপথ মন্ত্রী

+100%-


প্রতিবেদক ॥ রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রীর জন্য ১৫৫ টি নতুন কোচ ও ২৮ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এবছর যাত্রীদের নিরাপদে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরার ব্যাপারে যুগান্তকারি পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেজন্য ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরদিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলমন্ত্রী বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আকস্মিক সফরে এসে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামি কিছুদিনের মধ্যেই ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ডেমো ট্রেন চালু করা হবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে রেলের পারফরমেন্স এবার অনেক ভালো। শতকরা প্রায় ৯৯ ভাগ ট্রেনই এখন সময়মতো চলাচল করছে।
ঈদের পর জামাতের ডাকা হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, জামাতে ইসলামী ধর্ম তথা ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে অথচ মুসলমানদের জন্য তাদের কোনো দরদ নেই। তারা মুসলমানদের দূর্ভোগ ও কষ্ট বাড়াতে ঈদের পরে হরতাল ডেকেছে। তাদের তথাকথিত হরতালেও সকল ট্রেন যথাসময়ে চলাচল করবে। এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার পুলিশ সুপার মনিরুজ্জমান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান প্রমুখ। বুধবার দুপুর সাড়ে বারোটায় রেল মন্ত্রী সড়কপথে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসেন। পরে তিনি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কসবা রেলষ্টেশনে পরিদর্শন শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হন।






Shares