Main Menu

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি পদে হুমায়ুন কবির

+100%-
প্রতিনিধি : প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  নির্বাচন। উৎসবমূখর পরিবেশে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। চেম্বারের ভোটার সংখ্যা ২৬৫। সভাপতি পদে জয়লাভ করেন ভৈরব খাদ্যশস্য বণিক সমিতির সভাপতি হুমায়ুন কবির। তার প্রতিদ্বন্ধী ছিলেন ভৈরব পৌর পরিষদের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন।

জানা যায়, ১৯৮৭ সালে ভৈরব চেম্বারের যাত্রা শুরুর সময় থেকেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়ে এসেছে। এর মধ্যে প্রথম ২১ বছর সভাপতি ছিলেন আলী হোসেন মিয়া। সর্বশেষ ৪ বছর ছিলেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।






Shares