Main Menu

রক্ষণশীলতা থেকে নারীদের বেরিয়ে আসতে হবে.. জেলা প্রশাসক

+100%-

প্রতিবেদক : শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা উদ্বোধনকালে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেন, রণশীলতা থেকে নারীদের বেরিয়ে আসতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে লেখা-পড়ার বিকল্প নেই। তিনি নারীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রকৃত জ্ঞান অর্জন করে নারীর মতায়তন প্রতিষ্ঠিত করতে হবে। সদর উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন চাকমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দীকি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার প্রমুখ।
সভা পরিচালন করেন, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ রাশেদ হোসেন চৌধুরী।
উল্লেখ্য, কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪জন মহিলা কাউন্সিলর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৯ জন মহিলা ইউপি সদস্য অংশগ্রহণ করেন।






Shares